অনুর্ধ্ব-২০ সাফ ফুটবলে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ লিগ পর্বের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে টেবিলের শীর্ষ দল হিসেবেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট। সন্ধ্যার ম্যাচে ভারত মালদ্বীপকে হারালে তারাই হবে বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ।
নেপালকে ফাইনালে যেতে হলে এ ম্যাচে শুধু জিতলেই হতো না, জিততে হতো বড় ব্যবধানে। সেজন্য ম্যাচের শুরু থেকেই গোলের জন্য হন্যে হয় তারা। তবে বাংলাদেশ ডিফেন্স নেপালিদের ভালভাবেই সামলেছে। প্রথমার্ধ তাই গোলশূন্য। দ্বিতীয়ার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতিতে লাল কার্ড দেখেন বাংলাদেশের মিডফিল্ডার শহিদুল ইসলাম ও নেপালের মিডফিল্ডার দীপেশ গুরং।
এরপর বাংলাদেশই এগিয়ে যায় পিয়াস আহমেদের গোলে। ডানদিক থেকে রফিকুল ইসলামের কাটব্যাকে নিখুঁত শটে বল জালে জড়ান পিয়াস। এর মিনিট কয়েক পরই অবশ্য নেপাল সমতা ফেরায়। বক্সের বাইরে থেকে নিরঞ্জন মালোার অসাধারণ এক শট বাংলাদেশ গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরাতে পারেননি। তাতেই ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। বাংলাদেশ সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে নিশ্চিত করে ফাইনাল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে যা হবে আগামী ৫ আগস্ট।