Friday , April 18 2025
Breaking News

নোরার সঙ্গে নাচতে গিয়ে নাজেহাল সালমান

সম্প্রতি সামনে এসেছে ‘বিগবস ১৪’র ফাইনাল ফলাফল। সবাইকে হারিয়ে এবার বিগবসের খেতাব জিতে নিয়েছেন রুবিনা। রাহুল বৈদ্য, নিকি থেকে রাখি সাওয়ান্ত সকলকে পিঁছনে ফেলে দিয়েছেন তিনি। তবে রুবিনা যে এবার বিগবস জিততে পারেন এমনটা দর্শক আগেই মনে করেছিলেন। সকলে রুবিনার দিকেই বেশি নজর রেখেছিলেন। বিগবসের খেতাব জিতে এবার নিজের স্বামীর সঙ্গেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন রুবিনা। ডেস্টিনেশন ম্যারেজ করবেন এবার তিনি। বিগবসে টিআরপির সঙ্গে সঙ্গে চলে টাকার খেলাও।প্রতিযোগীদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। এ বছর রাখি সাওয়ান্তকে সেরা এন্টারটেইনার বলা হয়েছে বিগবসে। ফাইনাল অনুষ্ঠানে সালমানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। নোরা নিজেই উঠে এসেছিলেন একটি রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে। সেই শোতে তিনি না জিতলেও, বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। একের পর এক আইটেম সংয়ে নাম করেছেন নোরা। তার ‘ও সাকি সাকি’ বা ‘হায় গরমি’ গানের তালে পাগল পুরো পৃথিবী। এবার সেই তালে মজলেন সালমান খান। বিগবসের মঞ্চে নোরার সঙ্গে কোমর দোলালেন তিনি। তবে শুধু কোমর দোলানো নয় করে ফেললেন মজার কাণ্ড। নোরা ‘হায় গরমি’ গানে নাচার জন্য মঞ্চে শুয়ে কোমরের লটকে ঝটকে দেখাতে শুরু করলেন। সেই নাচ করতে গিয়ে স্টেজে শুয়ে পড়লেন সালমান। ব্যস এখানেই সল্লুকে কয়েক গোল দিয়ে দিলেন নোরা। সালমান ওই স্টেপ ফলো করতে গিয়ে নাজেহাল হয়ে স্টেজ থেকেই নেমে গেলেন। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। যদিও বিগবসের ফাইনালে এই নাচ সবাই দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য রইল এই মজাদার ভিডিওটি।

SHARE

About bnews24

Check Also

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *