বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ গত ২৪ অক্টোবর ২০১৯ ইং রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ৮ এর কলামে,, রাজশাহীর বাগমারায় যুবলীগের নেতার বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ,, শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সঠিক নয়। উপরোক্ত পুকুরসহ অন্যান্য সম্পতি আমার বাবা সাহার আলী ক্রয় করেন এবং তা খারিজ খতিয়ানের মাধ্যমে আমরা ভোগ দখল করে আসছি। গত ২০০৮ সালে আমার বাবা উপরোক্ত সম্পতি গুলো আমাদের চার ভাইয়ের নামে রেজিষ্টি করে দেয়। রেজিষ্টির পর আমরা উপরোক্ত সম্পতি ভূমি অফিসের মাধ্যমে নামজারী ও খাজনা খারিজ করি যার প্রস্তাবিত খতিয়ান নং ৪৯১। প্রকাশিত সংবাদের যে প্রস্তাবিত খতিয়ানের কথা উল্লেখ করা হয়েছে তার সঠিকতা না থাকায় তৎকালীন -সহকারী কমিশনার (ভূমি) তা বাতিল করেন এবং যাচাই বাচাই অন্তে আমাদের চার ভাইয়ের নামে খারিজ করে দেন। প্রকাশিত সংবাদে যাকে বাদি দেখানো হয়েছে সেই মেছের আলী আমাদের খারিজের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয়। সেখানেও সে পরাজিত হয়ে সাংবাদিককে মিথ্যা তথ্য সরবরাহ করে আমাদের পুকুরকে নিজের দাবি করে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেন। আমরা চার ভাই মিলে সাংসারিক অভাবের কারণে পুকুরটি মাছ চাষের জন্য তিন বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে মোশারফ হোসেন কে লীজ দিয়েছি। প্রকাশিত সংবাদের কোন তথ্য সঠিক নয়। আমরা প্রকাশিত মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী সকলের পক্ষে -মোঃ শফিকুল ইসলাম পিতা -মোঃ সাহার আলী সাং-রণশীবাড়ি, বাগমারা, রাজশাহী।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …