টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর আজ ভারতের বিপক্ষে প্রথম খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৬ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন উদ্যমে শুরুর প্রত্যয় টাইগারদের।
ভারতের গোয়ালিয়রে দীর্ঘ ১৪ বছর পর ফিরছে ক্রিকেট। নতুন স্থাপিত মাধবরাও সিন্ধি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে ভারত গেলেও সেখানে দুই টেস্টের দুটিতেই বেশ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তাই টাইগারদের মনোবল ফেরানোর জন্য আজ জয়ের বিকল্প নেই।
কেননা এই ফরম্যাটে যে মোট ১৪ বারের দেখায়ে কেবল একবারই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বাকি ১৩ ম্যাচেই জয় পেয়েছে ভারত। ভারতের বিপক্ষে একমাত্র জয়টি অবশ্য এসেছে ভারতের মাটিতেই। ২০১৯ সালে দিল্লিতে সেবার ভারতকে ৭ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই সুখস্মৃতি নিয়েই আপাতত গোয়ালিয়রে নামতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব