ফেসবুক, গুগল, অ্যামাজন ও এ ধরনের অনিবাসি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পরিশোধ করা ভ্যাটের (মূসক) বিবরণীর তথ্য কাস্টমস অফিসে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ফেসবুক, গুগল ও অ্যামাজন এবং এ ধরনের অনিবাসী ব্যক্তির দেওয়া সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে প্রেরিত রেমিট্যান্সের ওপর কর্তন বরা ভ্যাটের হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের সাত দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর প্রেরণ করার পরামর্শ দেওয়া হয়।
এখন জাতীয় রাজস্ব বোর্ডের সামপ্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মূসকের নির্ধারিত হিসাব বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডের পরিবর্তে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) কার্যালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হলো।