১১ বছর পর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে। যদিও সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি নাহিদা-জৌতিরা। ভারতের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।
আজ রোববার (৯ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরেংবালা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। স্বর্না-সাথীদের ছোট ছোট সংগ্রহতে খুব বড় স্কোর দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা। জবাবে সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মারুফার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন ওপেনার শেফালি বার্মা। তিন বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার।
এরপর শুরুর চাপ সামাল দিয়ে ব্যাটিং করতে থাকেন জেমিমাহ রদ্রিগেজ ও স্মৃতি মান্দানা। দলীয় ২১ রানের মাথায় সুলতানা খাতুনের বলে বোল্ড হয়ে ফেরেন জেমিমাহ। আউটের আগে খেলেন ১৪ বলে ১১ রানের ইনিংস। এরপর বাংলাদেশের বোলারদের আর সুযোগ না দিয়ে দারুণ ব্যাটিং করেন দুই অভিজ্ঞ ব্যাটার হারমানপ্রীত কৌর ও মান্দানা। এই দুইজনের ৭০ রানের জুটিতে ভর করে জয়ের ভিত গড়ে ফেলে সফরকারীরা। পরবর্তীতে ৩৪ বলে ৩৮ রান করে মান্দানা আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার সাথী রানী ও শামিমা সুলতানা। এই দুইজনের ২৭ রানের জুটি ভাঙে মিন্নু মানির বলে। প্রথম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন সোবানা মোস্তারি ও সাথী রানী।
তবে, দলীয় ৫২ রানের সময় সাথী ও ৫৭ রানের সময় নিগার সুলতানা বিদায় নিলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ফের স্বর্না আক্তারকে নিয়ে ব্যাটিং করে চাপ সামাল দেন মোস্তারি। দলীয় ৭৮ রানের তার বিদায়ে কার্যত বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৬.২ ওভারে ১১৮/৩ (শেফালী ০, মান্দানা ৩৮, জেমিমাহ ১১, হারমানপ্রীত ৫৪, ভাটিয়া ৯; মারুফা ৩-১-১৮-১, সালমা ৩.২-০-৩২-০, রাবেয়া ৩-০-২২-০, নাহিদা ৩-০-১৮-০)।
বাংলাদেশ : ২০ ওভারে ১১৪/৫ (সাথী ২২, শামিমা ১৭, মোস্তারি ২৩, নিগার ২, স্বর্না ২৮, রিতু ১১, নাহিদা ০; পূজা ৪-১-১৬-১, আমানজত ২-০-১৯-০, দিপ্তি ৪-০-১৪-০, মিন্নু ৩-০-২১-১, আনুশা ৪-০-২৪-০, শেফালী ৩-০-১৮-১)।