ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আগামী ১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। যেখানে সিরিজের সময়সূচিতে কিছু রদবদল আনা হবে। মূলত ওয়ানডে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাধারণত বাংলাদেশে দিবারাত্রির ওয়ানডে ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হয়। মাঝে মাঝে দেড়টায় ওয়ানডে শুরু হতে দেখা যায়। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়।
এ বিষয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, শিশিরের কথা ভেবেই খেলা ২ ঘণ্টা আগে শুরুর সিদ্ধান্ত নিয়েছি আমরা। সন্ধ্যার পরে শিশির পড়ে। তাই আমরা এমন সময় খেলা শুরু করতে চাচ্ছি, যাতে শিশির তেমন বিঘ্ন ঘটাতে না পারে।