বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট ২০২১) বিকাল ৫ টায় ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে মিলাদ,দোয়া মাহফিল ও আলোচনা সভায় ঝাড়গ্রাম চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের -সভাপতি আলহাজ্ব মজিবর রহমান এর সভাপতিত্বে ও সাবেক -সাধারণ সম্পাদক শ্রী কুশকুমারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২নং ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক-সভাপতি মাষ্টার মোঃ আবুবক্কর সির্দ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম প্রামানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি জেসমিন আরা উজ্জল। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা যুবলীগের -সাধারণ সম্পাদক মোঃ আঃ জলিল মাষ্টার। এ সময় বিশেষ অতিথি বক্তব্যে আঃ জলিল মাষ্টার বলেন, বঙ্গবন্ধু চেয়ে ছিলেন এই দেশটাকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে।Hide original message
কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু দেশদ্রোহী বিপদগামী সেনা সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির জনকের সহধর্মিনী ফজিলাতুন নেছাসহ স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করেন তারা। এ সময় আরো উপস্তিত ছিলেন ঝাড়গ্রাম চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খোদাবক্স প্রামানিক, মহিলা সদস্যর স্বামী আ,লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ এনামুল হক, মোঃ রহিদুল ইসলাম, মোঃ ছলিমুদ্দিন, মোঃ জেহের আলী,মোঃ আলাউদ্দিন, মোঃ নজরুল ইসলাম আমিন, আমিনুল ইসলাম,মোঃ জালাল উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ১৫ই আগষ্টে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অনুষ্টান পরিচালনা করেন চার নম্বর ওয়ার্ড আ,লীর সাবেক -সাধারণ সম্পাদক শ্রী কুশকুমার মৌত্র। অনুষ্টান শেষে খাবার বিতরণ করা হয়। বিঃদ্রঃ আবহাওয়া অনুকুলে না থাকায় ইউনিয়নের কোন নেতৃবৃন্দ আসতে পারেনি।