বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে তৃতীয় দিনে লকডাউনে রাজশাহী -৫৫ বাগমারা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের -সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি,র নির্দেশে অসহায় ভ্যান চালক, দিন মজুর মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের -সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রামানিক।
করোনায় অসহায় মানুষের পাশে মোঃ মানিক প্রামানিক গরী দুঃস্থ ভ্যান চালক, দিন মজুুর ঝিকরা ইউনিয়নে কোন গরীব মানুষ না খেয়ে থাকলে মানিকের কাছে ফোন করে তার কাছে গেলে নিজ তহবিল থেকে অসহায় গরীব দিন মজুর ও ভ্যান চালক কে ৫০০ টাকা করে দিচ্ছেন তিনি।
উপজেলার ঝিকরা ইউনিয়নে ধারাবাহিকভাবে নিম্ন আয়ের মানুষের মাঝে এই টাকা ও খাদ্যসামগ্রী সহ- মাস্ক বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
টাকা বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মানিক প্রামানিক বলেন. আমি ঝিকরা ইউনিয়নে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি যে কোন বিপদ আপদে ঝিকরা ইউনিয়নের জনগণের মাঝে আছি এবং সবসময় জনগণের কল্যানে পাশে থাকবো ইনশাল্লাহ। তেমনি সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মানবিক সহায়তার এগিয়ে আসা আহ্বান জানান মানিক প্রামানিক।