বাগমারা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খোর্দ্দঝিনা মৌজার সরকারী খাস পুকুরের লীজ বাতিল করে উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন গ্রাম বাসী। পুকুরটি উন্মুক্ত রাখার দাবি জানিয়ে রাজশাহী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গ্রামবাসীর পক্ষে শাহাদৎ হোসেন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করেছেন। গ্রামবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলা ঝিকরা ইউনিয়নে খোর্দ্দঝিনা ও শিবদেবপাড়া গ্রামের দুই মৌজায় সরকারী পুকুরটি অবস্তিত। উপজেলা জলমহল কমিটি দরপত্রের মাধ্যমে পুকুরটি শিবদেবপাড়া গ্রামের আব্দুল মজিদকে লীজ দেন। সরকারী নীতিমালা অনুসারে জনসাধারণের ব্যবহার্য কোন জলমহল সরকারী ভাবে ইজারা দেয়া যাবে না। সরকারী নীতিমালা লংঘন করে উপজেলা জলমহল কমিটি পুকুরটি লীজ গ্রহণের পর থেকে এলাকার জনসাধারণকে পুকুরে নামতে বাঁধা সূষ্টি করেছেন। পুকুর থেকে এলাকার কৃষকদের পানি সেচের বাঁধা দেয়ায় সেখানে কোন ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে কৃষকরা অভিযোগ করেছেন। এলাকার কৃষকদের অভিযোগ অবিলম্বে সরকারী পুকুরটি লীজ বাতিলের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্তের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হলে আব্দুল মজিদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …