বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় ঝিকরা ইউনিয়নে জিয়ানন্দপাড়া পাকা রাস্তা হইতে রায়সেন পাড়া ২০০ মিঃ গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ আগষ্ট ২০২১ ) সকাল ১০ টার সময় প্রধান অতিথি হিসেবে ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার উপস্থিত থেকে জিয়ানন্দপাড়া পাকা রাস্তা হইতে রায়সেন পাড়া ২০০ মি: রাস্তা পাকা করণ কাজ শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সভাপতি ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক প্রামাণিক। ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ আজিজুল হক সহ-আঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রকল্প সভাপতি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে গ্রামগুলো শহরে রুপান্তিরিত হবে ইনশাল্লাহ।