বাগমারা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের স্বচ্ছ ক্যাবল নেটওয়ার্ক কালিগঞ্জ বাজারে ডিশ ব্যবসায়ী মালিক ইয়াহিয়া আল মামুনের লাইনম্যান খলিলুর রহমান (৩৮) নামে এক ডিশ লাইনম্যানের ওপর হামলা চালিয়েছেন ডিশ গ্রাহক । গত বুধবার ১৯ আগষ্ট ২০২০ ইং দুপুর সাড়ে ১২ টার দিকে মদাখালী বাজারে লাইনম্যান কে পিটিয়ে যখমের ঘটনা ঘটে। এলাকা সূত্রে জানা গেছে গ্রাহক মোসারফের বাড়িতে ১ টি ডিশ লাইন বৈধ ভাবে থাকলেও গোপনে সংযোগ দিয়ে ২ টি টিভি চলে। লাইনম্যান খলিলুর রহমান জানতে পারলে ২টি টিভির বকেয়া সহ- টাকা চাইলে মোসারফ হোসেন ও আবুল কালাম টাকা দিতে অস্বীকার করে বলেন,মদাখালী বাজারে ডিস ব্যবস্থা করতে হলে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং এলাকার সকল তার কেটে ফেলার হুমকি দেয় এক পর্যায় উপজেলার খোর্দ্দিনা গ্রামের আজগর আলীর দুই ছেলে আবুল কালাম (৩৫) ও মোসারফ হোসেন (২৮) লোহার রড দিয়ে খলিলুর রহমান কে পিটিয়ে যখম করে লাইন থেকে সংগ্রহকৃত ৫০ হাজার টাকা ও ডিসের যন্তপাতি কেড়ে নিয়ে ফেলে রেখে চলে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাগমারা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ ডিশ ব্যবসায়ী ইয়াহিয়া আল মামুন বলেন, আমার লাইনম্যান খলিলুর রহমান কে অন্যায় ভাবে পিটিয়ে যখম করেছে আমি তার সুষ্ট বিচার চাই।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …