বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ গত শনিবার দুপুরে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতী বিল এলাকা পরির্দশন করেন । এ সময় উপজেলা নির্বাহী অফিসার এর সফর সঙ্গী হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বিলসুতী বিল মৎসজীবি সমবায় সমিতির -সভাপতি অমুল্য চন্দ্র হালদার, উপজেলা ছাত্রলীগের -সভাপতি আব্দুল মালেক নয়ন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ- সমিতির অন্যান্য নেতৃত্বে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ ছোটকয়া গ্রাম থেকে নৌকা যোগে সরেজমিনে বিলসুতী বিল পরির্দশন করেন। বিলসুতী মৎস সমবায় সমিতি সূত্রে জানা গেছে প্রায় চারশ ৮৯ একর সরকারী খাস জমিতে অবস্থিত বিলসুতী বিল এলাকা। দেশীয় মৎস সম্পদ উন্নয়ন ও মানসম্পন্ন পোনা উৎপাদন মা-মাছ সংরক্ষন ও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রক্ষার স্বার্থে চার বছরের জন্য বিলসুতী বিলটি বিলসুতী মৎস জীবি সমবায় সমিতির কাছে ইজারা প্রদান করা হয়। চার বছরে প্রতি বছরে ইজারা মুল্য এক লক্ষ চব্বিশ হাজার ৬৯৫ টাকা। জানা গেছে, এই বিলে সমিতির মাধ্যমে মৎস চাষ প্রকল্পে বিল এলাকার শতশত লোকের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। ঘুচেছে ওই এলাকার মানুষের অভাব। বিল এলাকার সাধারণ কৃষকরা জানান বিলসুতী বিল মৎস চাষ প্রকল্পের মাধ্যমে তারা নানান সুবিধা পেয়ে থাকেন । প্রতি বছর শুস্ক মৌসুমে ধান চাষের জন্য তাদের জমিতে বিনামূল্যে সমিতির পক্ষ থেকে সেচ দেওয়া হয়। এ ছাড়াও বর্ষা মৌসুমে বিল এলাকার সাধারণ কৃষকদের হাতে যখন কাজ থাকে না তারা তখন মৎস চাষ প্রকল্পে কাজ করে তাদের অবসর সময় কাজে লাগিয়ে বাড়তি উপার্জন করে থাকেন । এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, বিলসুতী বিলের খাস সম্পতি ছাড়াও পাশ্ববতী কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ও বিলসুতী বিল মৎস জীবি সমবায় সমিতির আমন্ত্রণে বিল এলাকাটি পরির্দশন করা হয়েছে।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …