Monday , December 23 2024
Breaking News

বাগমারায় মদাখালী বাজারে করোনা ভাইরাস সর্তকতায় লিফলেট বিতরণ।

রেজাউল করিম বাগমারা  (রাজশাহী) প্রতিনিধিঃ                                                      রাজশাহীর  বাগমারা  উপজেলায় করোনা ভাইরাস নিয়ে আতস্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এর লক্ষণ দেখা দিলে অতিদ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এটির বিস্তার রোধ প্রতিকারের উপায় সর্ম্পকে সর্ব সাধারণকে সচেতন করতে সারা উপজেলা ন্যায় মদাখালী  বাজারে  লিফলেট বিতরণ করেন মোঃ জাহাঙ্গীর আলম ঝিকরা ইউনিয়ন পরিষদের ৪ ,৫ , ৬ , নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যার স্বামী ও আওয়ামীলীগ নেতা,  আলহাজ্ব  মাওলানা মোঃ আকরামুল ইসলাম (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা, মোঃ মজিবর রহমান মাষ্টার (অবসরপ্রাপ্ত)   শিক্ষক ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান- সভাপতি ৪নং ওয়ার্ড ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ, আলহাজ্ব মোঃ আঃ সামাদ প্রামাণিক সাধারণ সম্পাদক ঝিকরা ইউনিয়ন যুবলীগ ও ধান ব্যবসায়ী, মোঃ এছাহাক আলী, মোঃ মিজানুর রহমান মাষ্টার ভটখালী উচ্চ বিদ্যালয়। সেই সাথে বিদেশ ফেরতদের হোম কোয়ান্টাইনের বাহিরে বের না হতে । লোক জমায়েত হবে এমন জায়গা ও অনুষ্টান এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। আরো জানা গেছে বর্তমানে করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করলে ও বাংলাদেশে এ পর্যন্ত  চব্বিশ জন
ব্যক্তিকে সনাক্ত করা হয়।
সারা দেশে দুই জন রোগী মারা গেলেও উপজেলায় হোমকোয়ান্টাইনে থাকা অন্য কাহারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায় নি। কিভাবে ছড়ায়ঃ-মূলত বাতাসে Air Droplet এর মাধ্যমে ১। হাঁচি কাশির ফলে, ২। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, ৩। ভাইরাস আছে এমন কোন কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মুখে, নাকে বা চোখে হাত লাগালে, ৪। পয়নিস্কাশন ব্যবস্থার মাধ্যমেও ছড়াতে পারে। লক্ষণঃ- ১। সর্দি ২। মাথা ব্যাথা ৩। কাশি ৪। গলা ব্যাথা ৫। জ্বর ৬। মারাত্নক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, শিশু, বৃদ্ধ ও রোগ- প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ও ব্রস্কাইটিস। প্রতিরোধঃ- এখনো ভ্যাকসিন আবিস্কার না হওয়ায় রোধই  এর প্রতিরোধের উপায়, ১। মাঝে মাঝে সাবান-পানি স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, ২। হাত না ধুয়ে মুখ,চোখ নাক স্পর্শ না করা, ৩। হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, ৪। ঠান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা, ৫। মাংশ ও ডিম খুব ভালোভাবে রান্না করা, ৬। বন্য জীবজন্ত কিৎবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা, ৭। মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে। হাত কখন কখন ধুতে হবেঃ- ১। জীবাণু লেগে থাকতে পারে এমন কিছু স্পর্শ করার পর, ২। হাঁচি কাশি দেওয়ার পর, ৩। রোগীর শুশ্রষা করার পর,৪। খাবার খাওয়া ও খাবার প্রস্তুত করার আগে ও পরে, ৫। টয়লেট করার পর, ৬। যখনই হাত ময়লা হয়,৭। পশুপাখি কিৎবা পশু-পাখির মল স্পর্শ করার পর লক্ষণ দেখা দিলে বাড়িতে বিশ্রাম নিয়ে প্রচুর পানি পান করতে হবে এবং নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লিফলেট বিতরণ শেষে রোগ থেকে মুক্তির জন্য দোয়া  করেন ।

SHARE

About bnews24

Check Also

উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ

উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *