রেজাউল করিম বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ সরকারী নির্দেশনা মেনে রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের মদাখালী বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়। ২৫ মে সোমবার ২০২০ ইং সকাল ৭ টার সময় ঈদের জামাত অনুষ্টিত হয়েছে। মদাখালী বাজার জামে মসজিদ ঈদের জামাতে নামাজ আদায় করেন আওয়ামীলীগ নেতা আহম্মদ আলী প্রাং, মাওলানা আলহাজ্ব মোঃ আকরামুল ইসলাম ভারপ্রাপ্ত পিন্সিপাল ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসা, মোঃ হামেদ আলী, মোঃ আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান মাষ্টার, মোঃ জাহাঙ্গীর আলম ব্যাক কর্মকর্তা, মোঃ আজাহার আলী, মাওলানা মোঃ কায়েম উর্দ্দিন, মাওলানা মোঃ হানিফ সরদার,মোঃ জহুরুল ইসলাম, মোঃ অন্তর আলী সহ- গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন। এতে ইমামতী করেন মাওলানা মোঃ ময়েন উর্দ্দিন বিন আঃ মান্নান। নির্দেশনামতে বাহির থেকে আসা মানুষকে মসজিদে আসতে নিষেধ করা হয়। এ ছাড়া মুসুল্লিদের বাড়ি থেকে অজু করে মাস্ক পড়ে আসতে হয়েছে মসজিদে। স্বাস্থ্যবিধি অনুযায়ী মসজিদে রাখা হয় ধোয়ার ব্যবস্থা। ঈদুল ফিতরের জামাতে বাংলাদেশ সহ- বিশ্বের চলমান করোনা মহামারী থেকে সবাইকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে। একই সাথে জীবনের সকল পাপ মোচন ও এক মাসের সিয়াম সাধনা কবুল ও নাজাতের জন্য প্রার্থনা করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ঈদের জামাত শেষে পরিবারের সঙ্গে কোলাকুলি বা করমর্দন করেন নি কেউ। তবে দূর থেকে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
Check Also
বাগমারায় জামায়াতের উদোগে শান্তি মিছিল ও শহীদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্টিত
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগ …