রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ আপডেট টাইম: ১৬ সেপ্টেম্বর ২০২০
রাজশাহীর বাগমারা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরেরে রাজস্ব খাতের আওতায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, মৎস্য অফিসার সাহাদত হোসেন, প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর, আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্যজীবী উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় নির্বাচিত জলাশয়ে ৩৮৯ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।