Monday , December 23 2024
Breaking News

বাণিজ্য মেলায় ১ কলমের দাম ২৬ হাজার টাকা

পূর্বাচলে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর এই মেলায় দেখা মিলল ২৬ হাজার টাকার দামি কলমের। ইতোমধ্যে মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছে কলমটি।

বাণিজ্য মেলায় জাপানি কলম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পাইলট ব্র্যান্ডের স্টলে পাওয়া যাচ্ছে‘পাইলট কাস্টম ৮২৩ ফাউন্টেন পেন’নামের এই কলমটি । দেশে পাইলট কলমের একমাত্র পরিবেশক কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড নামের একটি কোম্পানি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্র্যান্ড নির্বাহী মারজুক আল হক।

তিনি জানান, সাধারণত ক্যালিগ্রাফি, কারসিভ ধরনের লেখা, স্বাক্ষর করা, সনদপত্র লেখা ইত্যাদি কাজে ব্যবহার হয় ২৬ হাজার টাকা দামের এই কলম।

তিনি জানান, ৩০ গ্রাম ওজনের কলমটির নিবে রয়েছে ১৮ ক্যারেট মানের সোনার প্রলেপ। এ ছাড়া কলমটির সঙ্গে থাকছে একটি কালির বাক্স। যেটাতে ৭০ মিলিলিটার কালি রয়েছে। মেলায় কলমটি কালো ও কফি রঙে পাওয়া যাচ্ছে।

পাইলটের স্টলে দামের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যাপ লেস ফাউন্টেন পেন। যার একেকটির দাম সাড়ে ১০ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা। এই মডেলের কলমের নিবেও ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের সোনার প্রলেপ।

SHARE

About bnews24

Check Also

১৬৫৫ টন চাল আমদানি ভারত থেকে

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৭ দিনে ভারত থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *