পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের চোখের সামনে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার বাবা-মা। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু রওশন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রফিকুল ইসলাম (২৫) ও পপি খাতুন (২০) দম্পতির ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চাটমোহর-পাবনা মহাসড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা দর্গা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, রফিকুল তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে নিয়ে আটঘরিয়া থেকে চাটমোহরের দিকে আসছিলেন। পথে পুর্বটিয়ারতলা নামক স্থানে এসে একটি সিএনজিকে ওভারটেক করার মুহূর্তে বিপরীত দিক থেকে শ্যালো ইঞ্জিনচালিত করিমন গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপড় পরে যায় তারা। এ সময় মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে রাস্তার পাশে পরে গিয়ে গুরুতর আহত হয়। বাবা ও মা দুজনও গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রওশনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা-মাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।