মানিকগঞ্জের ঘিওরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে সিংজুরী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্রতাকৃত কিশোর উপজেলার সিংজুরী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশুটি।
বিজ্ঞাপনএ সময় ওই কিশোর মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায় তাকে। বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে এবং এ কথা কাউকে না জানাতে শিশুটিকে নানাভাবে ভয়-ভীতি দেখায় ওই কিশোর।
পরে বাড়িতে ফিরেই ধর্ষণের বিষয়টি মাকে জানায় শিশুটি। সে অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়িতে নিয়ে আসা হয় শিশুটিকে। পরে আবারো তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার তাকে মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় বুধবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে ঘিওর থানায় ধর্ষণ ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মামলা দায়েরের পর তাৎক্ষণিক ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।