রাশিয়ায় ওয়ান্টেড কোন ব্যক্তি বিমানে থাকলে লন্ডন থেকে ছেড়ে যাওয়া সেই বিমানকে ছিনতাই বা জোর করে মস্কোতে নিয়ে অবতরণের আশঙ্কা উড়িয়ে দেননি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সম্প্রতি রাইনএয়ারের একটি ফ্লাইটে সাংবাদিক রোমান প্রোতাসেভিচ থাকায় তা জোর করে বেলারুশের রাজধানী মিনস্কে অবতরণ করার দেশটির স্বৈরশাসক আলেকজান্দার লুকাশেঙ্কো। এর প্রেক্ষিতে পুতিনের কাছে রাশিয়ান সাংবাদিক স্টাস নাতানজোন জানতে চান, যদি লন্ডন থেকে ছেড়ে আসা কোনো বিমানে রাশিয়ান কোনো ওয়ান্টেড ব্যক্তি থাকে আর ধরুন তা থাইল্যান্ড যাচ্ছে, তাহলে ওই বিমানকে জোর করে মস্কোতে অবতরণ করাবেন কিনা? এমন প্রশ্নে পুতিন কিছুটা সময় নেন। তারপর বলেন, এ প্রশ্নের কোনো উত্তর দেবো না। তার এ উত্তরের সঙ্গে সঙ্গে চারদিকে হাসি আর হাততালি পড়ে যায় দর্শকদের মধ্য থেকে। কিন্তু পুতিনের এই প্রতিক্রিয়ায় বৃটেন ও পশ্চিমা দেশগুলোতে শিহরণের সৃষ্টি হয়েছে। পুতিনের কাছে আরো জানতে চাওয়া হয় যে, রাইনএয়ারের ওই বিমানটি মিনস্কে অবতরণে বা ছিনতাইয়ে রাশিয়ার কোনো ভূমিকা ছিল কিনা। সরাসরি জবাবে পুতিন বলেন, অবশ্যই না।ওই বিমানে রোমান প্রোতাসেভিচ নামে একজন ছিলেন। তিনি কে সে বিষয়ে আমার জানা ছিল না। আমি জানতেই চাই না। লুকাশেঙ্কোর শাসনের বিরুদ্ধে তাকে লড়াই করতে দিন। সেতো এটাই চায়।
উল্লেখ্য, বৃটিশ এয়ারওয়েজ এবং থাই এয়ারওয়েজ দুটি বিমান সংস্থা সাধারণত রাশিয়ার আকাশসীমার ওপর দিয়ে লন্ডন ও থাইল্যান্ডের মধ্যে যাতায়াত করে। আরটি’র টক শো শেষে সাংবাদিক নাতানজোন পরে পুতিনের ‘আমি কিছু বলতে চাই না’ উত্তর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, এটা একটা সিগন্যাল। যারা লন্ডনে বসবাস করছেন এবং উদ্বিগ্ন তাদের জন্য এটা একটা সিগন্যাল। তাই লন্ডন ছাড়বেন না। আইন অনুযায়ী সেখানেই বসবাস করুন। উল্লেখ্য, রাশিয়া কর্তৃপক্ষের অভিযোগ, প্রেসিডেন্ট পুতিনের ঘোর শত্রু এমন সম্পদশালী বহু মানুষ নির্বাসনে বসবাস করছেন বৃটেনে।
Check Also
সাপ্তাহিক ছুটি হতে যাচ্ছে ৩ দিন জাপানে
জাপানে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে। কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু …