Monday , December 23 2024
Breaking News

বিশ্বকাপের নিয়ম ও দলের সংখ্যায় পরিবর্তন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল গত মঙ্গলবার। এই সভায় নির্ধারণ হয়েছে আগামী ১০ বছরের আইসিসি ইভেন্টগুলো। ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরগুলো কোথায় বসছে সেটি নির্ধারণ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এই সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের নিয়ম কেমন হবে।

ভারতে বসতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য চলছে ওয়েনডে সুপার লিগ পদ্ধতি। তিন বছর মেয়াদী সুপার লিগে অংশ নিয়েছে ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নিয়েছে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল নেদারল্যান্ডস। এই ১৩ দল সর্বসাকুল্য ৮টি করে সিরিজ খেলবে। যেখানে চারটি দেশের মাটিতে, চারটি প্রতিপক্ষের মাঠে। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। শীর্ষ সাত দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে। ভারত সরাসরি খেলবে স্বাগতিক হিসেবে।

২০২৩ বিশ্বকাপে ১০ দল অংশ নিলেও এই টুর্নামেন্টের পরবর্তী আসর অর্থাৎ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাড়বে আরও ৪টি দল। একই সঙ্গে বাছাই প্রক্রিয়াতেও আনা হচ্ছে পরিবর্তন। র‍্যাঙ্কিং থেকে সরাসরি ১০ দল খেলবে আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া আসরে। বাকি চার দল আসবে প্রথাগত বাছাই পর্ব পেরিয়ে।

২০২৭ বিশ্বকাপের বাছাইয়ের জন্য প্রধান নির্বাহীদের কমিটির দেওয়া প্রস্তাব আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

SHARE

About bnews24

Check Also

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। একদিকে সিরিজ বাঁচানোর মিশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *