নিউজ ফেয়ার এর সৌজন্যে নতুন ভাবে গঠিত হলো “তাল নৃত্য একাডেমী”।
এই একাডেমী তে সভাপতি পদে আছেন নিউজ ফেয়ার এর সম্পাদক ও চেয়ারম্যান টি.এ.কে আজাদ। একাডেমী এর গ্রেন্ড মাস্টার হলেন ওস্তাদ সুজন আহমেদ মাহিন, মহিলা সম্পাদক হিসাবে আছেন সিরাত হেনা, সার্বিক সহযোগিতায় আছেন মাহিন, অভিনয় শিক্ষক হিসাবে আছেন ভয়ংকর ছোট ডিপজল। এছাড়াও বিভিন্ন জনপ্রিয় নৃত্য শিল্পী শিক্ষক ও অভিনয় শিল্পী শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসতেছে “তাল নৃত্য একাডেমী” । এই “তাল নৃত্য একাডেমী” তে ওয়েস্টার্ন ও মর্ডার্ণ
হিপহপ,ব্রেকডান্স ক্লাসিক্যাল, ও অভিনয় শিখানো হয়।
বর্তমানে “তাল নৃত্য একাডেমী” তে একটি ব্যাচের এর ভর্তি চলছে। ভর্তির বিষয়ে মাহিলা সম্পাদক সিরাত হেনা নিউজ ফেয়ার পত্রিকা কে জানান, ভর্তির কার্যক্রম বর্তমানে ক্রমান্বয়ে চলছে খুব শিগ্রই আমরা এই ব্যাচের ক্লাস শুরু করবো।
“তাল নৃত্য একাডেমী” সম্পর্কে নিউজ ফেয়ার এর সম্পাদক ও চেয়ারম্যান টি.এ.কে আজাদ জানান, আমরা এই “তাল নৃত্য একাডেমী” এর মাধ্যমে হাজার নৃত্য শিল্পী ও অভিনয় শিল্পী তৈরী করবো। সেই অঙ্গিকার নিয়ে আমরা নতুন ভাবে “তাল নৃত্য একাডেমী” শুরু করেছি। আমরা এই “তাল নৃত্য একাডেমী” দ্বারা বহুদূর এগিয়ে যাবো এটাই আমাদের প্রত্যাশা।