Friday , April 18 2025
Breaking News

মার্কিন প্রেসিডেন্ট হতে চান ‘দ্য রক’

২০১৬ সালের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ্য করেছিলেন ডোয়াইন জনসন ওরফে দ্য রক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান রেসলিং ছেড়ে হলিউড মাতানো তারকা ডোয়াইন জনসন।  রেসলিংয়ের রিংয়ে দ্য রক নামে বিশ্বব্যাপী পরিচিত তিনি।

আর এ তারকা পরিচিতি দিয়ে মার্কিন নির্বাচনে অংশ নিতে চান ডোয়াইন।  হতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তবে নিজের এ সুপ্ত বাসনা পূরণে মার্কিন জনগণের ইচ্ছেকে প্রাধান্য দিতে চান এ তারকা।

তিনি বললেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আমি অংশ নিতে পারি, যদি জনগণ আমাকে এ ময়দানে চায়। আমি আমার একক সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে নামতে চাই না। এর পুরোটাই নির্ভর করছে জনগণের ওপর। আমি অপেক্ষা করতে চাই এবং মার্কিন নাগরিকদের কথা শুনতে চাই। আমি আমার আঙুল জনগণের বুকে রাখতে চাই। তাদের প্রতিধ্বনিতে আমার কান পাততে চাই। জানতে চাই তারা আমাকে এই ক্ষেত্রটিতে দেখতে চান কি না।’

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে অংশ নেওয়ার সুপ্ত বাসনার কথা ডোয়াইন জনসন জানিয়েছিলেন ২০১৭ সালে।  সে সময় এক অনুষ্ঠানে জনসম্মুখে বলেছিলেন, সত্যিই তিনি আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে চান।

কিন্তু এরই মাঝে দুটি নির্বাচন হয়ে গেলেও ডোয়াইনকে রাজনীতির মাঠে পাওয়া যায়নি।

এবার ফের পুরনো সেই ইচ্ছের কথা আবার জনসম্মুখে জানালেন এ হলিউড তারকা।

SHARE

About bnews24

Check Also

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *