Monday , December 23 2024
Breaking News

মালদ্বীপে অগ্নিকাণ্ড: বাংলাদেশিসহ নিহত ১০

মালদ্বীপের রাজধানী মালেতে বিদেশি কর্মীদের সঙ্কুচিত বাসস্থানে আগুন লেগে বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ফায়ার সার্ভিস বিভাগ এসব তথ্য জানিয়েছে।

এ দেশটির রাজধানী একটি জনপ্রিয় ছুটির গন্তব্য হিসেবে পরিচিত। এটা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। এখানকার কর্মকর্তারা বলেছেন যে আগুনে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের ওপরের তলা থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এ অগ্নিকাণ্ডের উৎপত্তি ওই ভবনের নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে হয়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা ১০টি লাশ পেয়েছি। আগুন নেভাতে আমাদের প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছে।

মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের বর্তমান অবস্থা নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকে।

দেশটিতে মোট পুরুষ জনসংখ্যার প্রায় অর্ধেক বিদেশি। তাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক।

করোনা মহামারির সময় এসব বিদেশি নাগরিকদের দরিদ্র জীবনযাপনের অবস্থা প্রকাশ্যে আনা হয়েছিল। ওই সময়

SHARE

About bnews24

Check Also

সাপ্তাহিক ছুটি হতে যাচ্ছে ৩ দিন জাপানে

জাপানে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে। কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *