Monday , December 23 2024
Breaking News

মুগদা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হলো

মুগদা, খিলগাঁও, বাসাবো, মানিকনগর ও যাত্রাবাড়ী এলাকায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে গঠন করা হলো মুগদা প্রেসক্লাব-এর ১৫ সদস্যের আহবায়ক কমিটি। গত ১৯ মার্চ ২০২২ রোজ শনিবার স্থানীয় জম জম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট-এ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডশনের চেয়ারম্যান জনাব এস এম জহিরুল ইসলাম।

উক্ত মুগদা প্রেসক্লাব-এর ১৫ সদস্যের আহবায়ক কমিটি গণতান্ত্রিক ভাবধারায় একটি সচ্ছ, নিরপেক্ষ ও অনুসন্ধানী মনোভাব নিয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটির একজন আহবায়ক, তিন জন যুগ্ম-আহবায়ক, একজন সদস্য সচিব ও বাকীদের সদস্য হিসেবে ঘোষণা দিয়ে ১৫ সদস্যের কমিটি গঠিত হয়। কমিটির ১৫ সদস্যের আহবায়ক এর পদবী ও পরিচয় নিম্নে প্রদান করা হলো।

মোঃ আমিনুল ইসলাম (নির্বাহী সম্পাদক, দি ডেইলি বাংলাদেশ ডায়েরি ) -আহবায়ক, টি এ কে আজাদ (সম্পাদক, নিউজ ফেয়ার) -যুগ্ম-আহবায়ক, সালাম মাহমুদ (সম্পাদক,দৈনিক আজকের সংলাপ) -যুগ্ম আহবায়ক, মোঃ আফজাল হোসেন (নির্বাহী সম্পাদক, দৈনিক বাংলা কাগজ)- যুগ্ম-আহবায়ক, মোঃ জাহিদুর রহমান (চিফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার)- সদস্য সচিব, মোঃ আবুল বাসার হাওলাদার (সম্পাদক, দৈনিক নিরপেক্ষ সংবাদ)- সদস্য, মোঃ জসীম তালুকদার (সম্পাদক, সাপ্তাহিক গোয়েন্দার চোখ)-সদস্য, মো হুমায়ুন কবীর ( বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার)-সদস্য, ঊর্মি রহমান ( রিপোর্টার, দৈনিক এই বাংলা)-সদস্য, জাহানারা শেফু ( স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার)-সদস্য, সালমা আক্তার (রিপোর্টার, দৈনিক একুশের সংবাদ)- সদস্য,মোঃ মনিরুল ইসলাম (স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের বার্তা)- সদস্য।এস এম মাসুদ রানা ( চিফ রিপোর্টার, দি ডেইলি মর্নিং গ্লোরি)-সদস্য, আবু তাহের পাটোয়ারি (সম্পাদক, সাপ্তাহিক নবজাগরণ) -সদস্য।মোঃ কামাল হোসেন (সিনিয়র রিপোর্টার, দৈনিক তরুন কন্ঠ)-সদস্য।

সদস্যদের সম্মতিক্রমে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়, আহবায়ক কমিটি আগামী তিন মাস স্থায়ী থাকবে। আহবায়ক কমিটি তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। মুগদা প্রেসক্লাবের নামে একটি ফেইসবুক পেইস খুলতে হবে, আগামী ৩১ মার্চ ২০২২ পরবর্তী সভা অনুষ্ঠানের ঘোষণা মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

SHARE

About bnews24

Check Also

২১১১ জন মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাবেন

১২ বছর ৬ মাসের কম বয়সী ২ হাজার ১১১ জন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যাবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *