Friday , April 11 2025
Breaking News

মেসির বিপক্ষে ফাইনালিসিমায় খেলতে চান লামিনে

লামিনে ইয়ামাল যখন বার্সেলোনার হয়ে ২০২৩ সালে সিনিয়র টিমের হয়ে খেলা শুরু করেন ততদিনে লিওলেন মেসি প্রিয় ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। পিএসজিতে ২ মৌসুম কাটিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে খেলার সুযোগ হয়নি লামিনের।

এ ছাড়া আর্জেন্টিনা-স্পেনের কোনো প্রীতি ম্যাচ না থাকায় মেসি-লামিনে একে অপরের প্রতিপক্ষ হওয়ারও সুযোগ পাননি।

খেলার ধরণের কারণে যার সঙ্গে তুলনা টানা হয় সেই মেসির প্রতিপক্ষ হয়ে এবার খেলার জন্য মুখিয়ে আছেন স্প্যানিশ উইঙ্গার। আটবারের ব্যালন ডি অর জয়ীর বিপক্ষে ফাইনালিসিমায় মুখোমুখি হতে চান বলে জানিয়েছেন তিনি।

কোপা আমেরিকার ফাইনালে তাই মেসির দলের হয়ে বাজি ধরেছেন লামিনে। আর ইউরোয় ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন দলের সদস্যে হয়ে ফাইনালিসিমায় খেলতে চান তিনি।গতকাল ১৭ বছরে পা দেওয়া লামিনে সংবাদ মাধ্যমকে বলেছেন,‘আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমি ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হবো। ফাইনালিসিমায় তার বিপক্ষে খেলতে চাই আমি।’

ইউরো ও কোপার দুই চ্যাম্পিয়নকে নিয়ে ২০২২ সালে ফাইনালিসিমা নামে নতুন এক টুর্নামেন্ট চালু করে কনমেবল ও উয়েফা। যেখানে শুধু দুই মহাদেশের চ্যাম্পিয়ন দলই খেলতে পারে।

প্রথম টুর্নামেন্টে গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

SHARE

About bnews24

Check Also

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *