বিশ্ব ফুটবলে লিওনেল মেসি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ক্লাব ফুটবল বা আর্জেন্টিনার হয়ে মাঠের পারফরম্যান্স দিয়ে নিজের জাত চিনিয়েছেন। নিজ দেশের হয়ে বিশ্বকাপ জিততে না পারলেও জিতেছেন সর্বাধিক সাতটি ব্যালন ডি’অর। অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে জিতেছেন কোপা আমেরিকার শিরোপা।
বিজ্ঞাপনলিওনেল মেসিকে তাই বিশ্বসেরা ফুটবলারের কাতারে রাখেন ফুটবল বিশ্লেষকরা। তবে মেসিকে সেরা মানেন না সাবেক নেদারল্যান্ডস তারকা মার্কো ফন বাস্তেন। তাঁর মতে, সেরা তিনেও নেই লিওনেল মেসি।
ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসি মিলানে খেলা সাবেক এই ডাচ তারকা বলেছেন, ‘পেলে, ম্যারাদোনা ও ইয়োহান ক্রুইফ আমার চোখে সেরা তিন ফুটবলার। ছোটবেলায় আমি ক্রুইফের মতো হতে চাইতাম। সে আমার বন্ধু ছিল, আমি তাকে মিস করি। পেলে আর ম্যারাদোনাও অবিশ্বাস্য ছিল। ‘
কেন লিওনেল মেসিকে সেরা তিনে রাখেননি সেটারও ব্যাখ্যা দিয়েছেন বাস্তেন, ‘মেসিও একজন দুর্দান্ত খেলোয়াড়; কিন্তু একটি দলে ম্যারাদোনার ব্যক্তিত্ব বেশি ছিল। মেসি এমন নন যে নিজেকে যুদ্ধে যাওয়ার জন্য সামনে রাখেন। ‘
বাস্তেন মনে রেখেছেন আরো তিন তারকাকে। তাঁরাও সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছে মনে করেন তিনি, ‘আমি ক্রিস্তিয়ানো রোনালদো, মিশেল প্লাতিনি বা জিনেদিন জিদানকে ভুলে যাচ্ছি না। ‘
খেলোয়াড়ি জীবনে ডাচ ক্লাব আয়াক্স ও ইতালিয়ান জায়ান্ট এসি মিলানেই ক্যারিয়ার শেষ করেছেন বাস্তেন। জিতেছেন তিনবার ব্যালন ডি’অর পুরস্কার। নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচে করেছেন ২৪টি গোল।