Monday , December 23 2024
Breaking News

যত ঝুঁকিই আসুক, মামলা চালিয়ে যাব: আবরারের বাবা

বনের যত ঝুঁকি আসুক আমি ছেলে হত্যার মামলা চালিয়ে যাব বলে জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ।

বুধবার সকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে যুগান্তরকে তিনি এ সব কথা বলেন।

আবরারের পিতা বলেন, আমি ডিবি পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছি অমিত সাহার রুমে আবরারকে হত্যা করা হয়েছে এবং তার সহপাঠীরা জানিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে আমিত সাহা সরাসরি সম্পৃক্ত। অবশ্যয় মামলায় তাকে অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, জীবনের যত ঝুঁকি আসুক আমি ছেলে হত্যার মামলা চালিয়ে যাব এবং আসামিদের উপযুক্ত শাস্তির আওতায় আনব।

সরকারের এখন পর্যন্ত পদক্ষেপে সন্তুষ্ট প্রকাশ করে বরকতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জানেন স্বজন হারানোর ব্যথা। তিনি যদি সিসি ফুটেজ দেখেন তাহলে আমার বিশ্বাস আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতরা দ্রুত সময়ে এবং সর্বোচ্চ শাস্তি পাবে।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জেরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।

তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টরা।

হত্যাকাণ্ডের প্রমাণ না রাখতে সিসিটিভি ফুটেজ মুছে (ডিলেট) দেয় খুনিরা। তবে পুলিশের আইসিটি বিশেষজ্ঞরা তা উদ্ধারে সক্ষম হন। পুলিশ ও চিকিৎসকরা আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছেন।

ঘটনাপ্রবাহ : বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

আরও আরও পড়ুন

আগে থেকে লেখা এজাহারে স্বাক্ষর করেছেন আবরারের বাবা

দুর্গাপূজায় অতিরিক্ত মদপান, বড়াইগ্রামে কলেজছাত্রের মৃত্যু

চাটমোহরে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ

বগুড়ায় শ্যালকের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় সড়কে প্রাণ গেল আ’লীগ নেতার স্ত্রীর

টিনশেডের ভাড়া বাড়ি থেকে কোটিপতি যুবলীগ নেতা আশরাফ জেলার খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে পাশে থাকবে চীনআগে থেকে লেখা এজাহারে স্বাক্ষর করেছেন আবরারের বাবাদুর্গাপূজায় অতিরিক্ত মদপান, বড়াইগ্রামে কলেজছাত্রের মৃত্যুচাটমোহরে ময়লার ভাগাড়ে নবজাতকের লাশযুবলীগসহ আ’লীগের চার সংগঠনের সম্মেলন নভেম্বরেতৈমুরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কারিনাযত ঝুঁকিই আসুক, মামলা চালিয়ে যাব: আবরারের বাবাবগুড়ায় শ্যালকের আঘাতে ব্যবসায়ীর মৃত্যুবগুড়ায় সড়কে প্রাণ গেল আ’লীগ নেতার স্ত্রীরআবরারকে নিয়ে অমিত সাহার মেসেঞ্জার চ্যাট ফাঁসভালো আছেন ক্যাসিনো সম্রাটসিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদেরযা খেলে ভালো থাকবে ত্বকটিনশেডের ভাড়া বাড়ি থেকে কোটিপতি যুবলীগ নেতা আশরাফদেশে আসলে আত্মসমর্পণ করবেন ড. ইউনূসবিতর্কিত অমিত সাহার সমর্থন করে ক্ষমাপ্রার্থী সহপাঠীরাআবরার হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মশাল মিছিলসিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শুরু (ভিডিও)ভুটানকে নিজ দেশে হারিয়ে শুরু বাংলাদেশেরটেকনাফ বন্দরে পচছে মিয়ানমার থেকে আনা পেঁয়াজসব খবর

আগে থেকে লেখা এজাহারে স্বাক্ষর করেছেন আবরারের বাবা বৃদ্ধ দাদা এখনও জানেন না আবরার নেই! ৪ দিন ছুটিতে ৮ দিন বন্ধ থাকবে ইবির হল! ফের ইবি ছাত্রলীগ সম্পাদককে ধাওয়া! ‘দলে দলে টাকা রাখুন আর ৬ মাসে টাকা দ্বিগুণ করুন’

‘তদন্ত রিপোর্টে আবরারের খুনিদের মাতাল বলে বিচার ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলছে’ আবরারের ছোটভাইকে পেটাল পুলিশ আবরারের গ্রামে তোপের মুখে পালালেন বুয়েটের ভিসি খুনিরা মুখ চেপে ধরেছিল, মৃত্যুর আগে কাঁদতেও পারেননি আবরার! আবরারকে হত্যার পর খুনিরা বার্সেলোনার খেলা দেখতে গিয়েছিল!

logo
google play
app store

ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম

প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।

পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬ 

E-mail: jugantor.mail@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯

converter

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Design and Developed by

SHARE

About bnews24

Check Also

উদ্যোক্তা গ্রুপের সহায়তায় যশোর শীতবস্ত্র বিতরণ

উদ্যোক্তা গ্রুপের অর্থায়নে যশোর বসুন্দিয়ায় ১০০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *