Monday , December 23 2024
Breaking News

যাদের কাছে টাকা বেশি চান মাহি

বর্তমান সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ঢালিউড পাড়ায় কথিত আছে, নায়িকাদের মধ্যে সিনেমাপ্রতি অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। সে কারণেই নাকি তাঁর সিনেমার সংখ্যা কম।

যাঁকে নিয়ে এই রটনা সেই মাহি কী বলছেন তাঁর পারিশ্রমিক প্রসঙ্গে। গতকাল সন্ধ্যায় একটি টেলিভিশন চ্যানেলের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পারফর্ম শেষে উপস্থিত সাংবাদিকদের মাহি বলেছেন, ‘পারিশ্রমিক কম বা বেশি- এটা নিয়ে আমি এভাবে কথা বলতে চাই না। আমার ডিরেক্টরেরা (পরিচালক) যাঁরা আমাকে সঙ্গে কাজ করে তাঁরা জানেন, আমার কাছে যদি মনে হয় যে সিনেমাটা আমার ক্যারিয়ারে পে করবে… আমার রেমুনারেশন দুবছর পর আরও বাড়িয়ে দিতে সিনেমাটা হেল্প করবে; সেই সিনেমার জন্য কমে কাজ করতে আমার প্রবলেম নেই। আমি তাদের কাছেই টাকা বেশি চাই, যাদের আমার মনে হয় রিলায়েবল নয়।’

নিজের পারিশ্রমিক ও কাজ প্রসঙ্গে মাহিয়া মাহি আরও যুক্ত করেছেন, ‘যারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে, সেই প্রজেক্টটা নিশ্চয়ই অনেক বড় হবে। তো আমি এভাবেই কাজ করি। আমার দরকার নেই ১০০টা সিনেমায় কাজ করার, দরকার নেই ৫০টা সিনেমায় কাজ করার। আমি বছরে একটি বা দুটি কাজ করব, যারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে, আমাকে নিয়ে কাজ করতে চায়।’

সবর্শেষ মাহিয়া মাহি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। গেল বছরের ১৬ ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। বর্তমানে মাহি আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন।

SHARE

About bnews24

Check Also

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার, বাঁধনের কড়া জবাব

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অন্যান্য তারকাদের সঙ্গে মাঠে নেমেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *