জেলা পর্যায়ে শুরু হওয়া শুদ্ধি অভিযানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেলা পর্যায়কে বাদ দিয়ে কিছু করা হচ্ছে না। এখানে সহযোগী সংগঠনগুলোর প্রতিটি শাখার যেখানেই দুর্নীতি, সন্ত্রাস, চাাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ আয়োজিত সড়ক পরিবহন আইন ২০১৮ প্রতিপালন কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়াও প্রশাসনেও নজরদারি করা হচ্ছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, মেডিকেল বোর্ড বলছে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। তার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সাথে বিএনপির বক্তব্যের কোনো মিল নেই। বেগম জিয়ার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার পছন্দের ডাক্তার রয়েছেন। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছেন এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান আহসানুল করিম, পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন উর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন প্রমুখ।