Friday , April 4 2025
Breaking News

রাশিয়ায় মার্কিন নাগরিকের ১৫ বছরের কারাদণ্ড

রাশিয়ার একটি আদালত মঙ্গলবার এক মার্কিন নাগরিককে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, মস্কো সিটি কোর্ট জিন স্পেক্টর নামের ওই ব্যক্তিকে ‘কঠোর শৃঙ্খলাপূর্ণ দণ্ডশিবিরে ১৫ বছর কারাভোগের’ আদেশ দিয়েছেন। এতে তার বিরুদ্ধে আগে দেওয়া ঘুষসংক্রান্ত দণ্ডও অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া সংস্থাটি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে স্পেক্টরকে আসামির খাঁচায় চশমা ও গাঢ় রঙের জ্যাকেট পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তবে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মামলাটি গোপনীয় হওয়ায় রায় ঘোষণার আগে বিচার কার্যক্রম বন্ধ দরজার আড়ালে সম্পন্ন হয়।

রিয়া নভোস্তি জানিয়েছে, স্পেক্টর ১৯৭২ সালে লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন এবং তার রুশ নাম ইভজেনি মিরোনোভিচ। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সেন্ট পিটার্সবার্গ শহরে বাস করেন।

তিনি বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তাকে ২০২০ সালে আটক করা হয় এবং পরের বছর ঘুষ নেওয়ার মধ্যস্থতার দায়ে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ড পান।

পুনর্বিচারের পর তার দণ্ড ছয় মাস কমিয়ে আনা হয়। এই মামলা ছিল সাবেক উপপ্রধানমন্ত্রী আরকাদি ডিভরকোভিচের এক সহকারীর জন্য বিলাসবহুল ছুটি প্রদানের সঙ্গে সম্পর্কিত।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, স্পেক্টর রাশিয়ায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠার পর যুক্তরাষ্ট্রে যান এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন। তিনি রাশিয়ার মেডপলিমারপ্রম কম্পানি গ্রুপের মহাপরিচালক ছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া একাধিক মার্কিন নাগরিক ও দ্বৈত নাগরিককে আটক করেছে ও দণ্ড দিয়েছে, যাদের মধ্যে কয়েকজন বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গেরশকোভিচ গুপ্তচরবৃত্তির অভিযোগে জুলাই মাসে দোষী সাব্যস্ত হন এবং আগস্টে মুক্তি পান।

SHARE

About bnews24

Check Also

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি মক্কায়

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখেছে ইসলাম ধর্মাবমলম্বীদের পবিত্র শহর মক্কা। গত শুক্রবার ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *