Monday , December 23 2024
Breaking News

রাশিয়া মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমারের জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংকে মঙ্গলবার তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরআইএ ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

‘আমাদের দুই দেশের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও বিশ্বাস আছে তার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ,’ মঙ্গলবারের বৈঠকে শোইগু এমনটাই বলেছেন।

একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে হ্লাইং চলতি সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোতে যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতায় বসা সামরিক জান্তার শাসনামলে নেপিদোর সঙ্গে মস্কোর একের পর এক দ্বিপক্ষীয় সফর ও অস্ত্রচুক্তি হয়েছে। এর মাধ্যমে রাশিয়া মিয়ানমারের সামরিক জান্তাকে বৈধতা দিচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠনের।

অভ্যুত্থানের পর এ বছরের মার্চেই রাশিয়া মিয়ানমারে বেসামরিক নিহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হয়েছে। মস্কো মিয়ানমারের সেনাদের নানান ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেয়েছে হাজার হাজার সৈন্য।

পশ্চিমা বেশ কয়েকটি দেশ মিয়ানমারের সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করলেও রাশিয়া তাদের কাছে সমরাস্ত্রও বিক্রি করে আসছে।

মঙ্গলবার শোইগু-হ্লাইংয়ের এ বৈঠক মিয়ানমারের সামরিক জান্তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে আশঙ্কা পশ্চিমা বিশ্লেষকদের।

SHARE

About bnews24

Check Also

সাপ্তাহিক ছুটি হতে যাচ্ছে ৩ দিন জাপানে

জাপানে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে। কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *