Friday , April 4 2025
Breaking News

রুমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন

রুমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রুশ হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন বাতিল হওয়ার পর পুনঃনির্বাচনের আগে পদত্যাগ করতে তার ওপর চাপ বাড়ছিল। তবে ইউরোপপন্থী নেতা হিসেবে পরিচিত উদারপন্থী ইওহানিস জানিয়েছেন, মে মাসে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

গত ডিসেম্বরে রুমানিয়ার শীর্ষ আদালত রুশ হস্তক্ষেপের অভিযোগে এবং প্রথম রাউন্ডে স্বল্প পরিচিত উগ্র ডানপন্থী প্রার্থীর অপ্রত্যাশিত বিজয়ের পর নির্বাচনের ফলাফল বাতিল করেন।

এরপর দেশটির সংসদ সদস্যরা সোমবার ইওহানিসকে বরখাস্ত্র করার প্রক্রিয়া শুরু করেন, এর আগে বিরোধী দলগুলো দুটি চেষ্টা করেছিল এই প্রক্রিয়া শুরু করতে।

ইওহানিস বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন জানিয়ে বলেন, ‘রুমানিয়া ও রুমানিয়ার জনগণকে সংকট থেকে বাঁচাতে…আমি রুমানিয়ার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছি।’

তিনি আরো বলেন, ‘কয়েক দিনের মধ্যে রুমানিয়া পার্লামেন্ট আমাকে বরখাস্তের জন্য ভোট দেবে এবং রুমানিয়া সংকটে পড়বে…এই পুরো প্রচেষ্টা দেশের অভ্যন্তরীণ ও দুর্ভাগ্যবশত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলবে।’

এদিকে উগ্র ডানপন্থী এইউআর পার্টির নেতা জর্জ সিমিয়ন ইওহানিসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।

ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘এটি আপনার (জনগণের) বিজয়! এখন দ্বিতীয় রাউন্ডের পালা।’

গত মাসে ভোট বাতিলের প্রতিবাদে ডানপন্থী দলের ডাকে হাজার হাজার নাগরিক কয়েকটি প্রতিবাদে অংশ নিয়েছিল এবং কিছু প্রতিবাদী ইওহানিসের পদত্যাগ দাবি করেছিল। ডিসেম্বরের সংসদীয় নির্বাচনে উগ্র ডানপন্থীরা অভূতপূর্বভাবে এক তৃতীয়াংশ ভোট পায়।

সিনেটের সভাপতি ও উদারপন্থী নেতা ইলি বোলোজান ইওহানিসের স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ড আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। যদি প্রথম রাউন্ডে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে ১৮ মে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।

৬৫ বছর বয়সী ইওহানিস ২০১৪ সাল থেকে রুমানিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে বিভিন্ন রাজনৈতিক সংকট মোকাবেলা করেছেন। ইউরোপীয় ইউনিয়নে তার এই বিরল সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেররসীমান্তবর্তী দেশটিকে সংকটে ফেলেছে।

SHARE

About bnews24

Check Also

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি মক্কায়

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখেছে ইসলাম ধর্মাবমলম্বীদের পবিত্র শহর মক্কা। গত শুক্রবার ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *