ইউক্রেন রাশিয়ার একটি তেল সংরক্ষাণাগারে ড্রোন হামলা চালিয়েছে। এতে বড় আগুন ছড়িয়ে পড়েছে। দক্ষিণ রোস্তভ অঞ্চলে স্থানীয় সময় রবিবার ভোরে এ হামলা হয়। স্থানীয় গভর্নর এ সব তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে হামলাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ও অগ্নিশিখার বিস্ফোরণ দেখা গেছে। এটি প্রোলেটারস্ক শহরের দৃশ্য বলে গভর্নর জানিয়েছেন।
গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে বলেছেন, রোস্তভ অঞ্চলের দক্ষিণ-পূর্বে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন আক্রমণ প্রতিহত করেছে। প্রোলেটারস্কে তেল সংরক্ষাণাগারে ধ্বংসাবশেষ পড়ার ফলে ডিজেলের আগুন লেগেছে।
পরে তিনি আরো জানান, স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে দ্বিতীয় ড্রোন হামলার কারণে প্রোলেটারস্কের শিল্প স্থাপনায় অগ্নিনির্বাপণের কাজ স্থগিত করা হয়েছে।
তবে এ হামলায় কেউ হতাহত হয়নি এবং অগ্নিনির্বাপণের প্রচেষ্টা শিগগিরই আবার শুরু হয়েছে বলে পরে আরেক পোস্টে জানিয়েছেন গভর্নর।
অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলে ‘কাভকাজ’ তেল ও পেট্রোলিয়াম সংরক্ষাণাগারে হামলা করেছে। তাদের মতে, স্থাপনাটিতে তেল ও পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ করা হয় এবং রুশ সেনাবাহিনীর প্রয়োজনে সরবরাহ করা হয়।
রুশ ফেডারেশনের সামরিক-অর্থনৈতিক সম্ভাবনাকে দুর্বল করার ব্যবস্থা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেছে তারা।
এ ছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রোস্তভ অঞ্চলে দুটিসহ পাঁচটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
প্রোলেটারস্ক ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার এবং পূর্ব যুদ্ধক্ষেত্রে কিয়েভ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ বারবার রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।