Saturday , April 19 2025
Breaking News

শামি বিশ্বের সেরা তিন পেসারের একজন : কোহলি

সেঞ্চুরিয়ন টেস্টে বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩টি। তার বোলিং তোপেই প্রোটিয়াদের মেরুদণ্ড ভেঙে যায়। ১১৩ রানের বড় জয় নিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। রীতিমতো ইতিহাস গড়ে এশিয়ার প্রথম দল হিসেবে এই ভেন্যুতে তারা টেস্ট ম্যাচ জিতল। ম্যাচ শেষে শামির উচ্ছসিত প্রশংসা করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

তিনি বলেছেন, ‘সত্যি বলতে, শামি বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার। আমার মতে এই মুহূর্তে শামি বিশ্বের সেরা তিন পেসারের একজন। তার শক্তিশালী কবজি, সিমের অবস্থান এবং একই লেংথে ধারাবাহিকভাবে বোলিং করে যাওয়া সত্যিই অসাধারণ। শামি ২০০ উইকেট পাওয়ায় আমি খুব, খুব খুশি। পুরো ম্যাচেই তার বোলিংয়ের প্রভাব আমরা টের পেয়েছি। যেভাবে বোলাররা বল করেছে, তাতেই বোঝা যায় কঠিন পরিস্থিতিতে কীভাবে আমরা জিততে পারি।’

শামির পাশাপাশি বাকি দুই পেসার জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজও বল হাতে আগুন ঝরিয়েছেন। ম্যাচ শেষে শুধু বোলার নয়, ব্যাটারদের প্রশংসা করেছেন কোহলি, ‘বিদেশের মাটিতে আগে ব্যাট করতে নামা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু মায়াঙ্ক এবং রাহুল যেভাবে শুরু করেছিল, অবশ্যই তাদের প্রশংসা প্রাপ্য। আমরা জানতাম যে ৩০০-৩২০-র টার্গেট দিলে জিততে পারব। এটাও জানতাম বোলাররা বাকি কাজটা করে দিতে পারবে।’

আগামী ৩ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত এই ভেন্যুতেই সর্বশেষ জয় পেয়েছিল। জয় দিয়ে সিরিজ শুরু করায় খুশি বিরাট কোহলি। আগামী ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘সফরটা নিখুঁতভাবে শুরু হলো। একটা দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরও জিতেছি। এতেই বোঝা যায় আমাদের দলের দক্ষতা কত বেশি। এবার জোহানেসবার্গে খেলার জন্য বরাবরই মুখিয়ে আছি।’

SHARE

About bnews24

Check Also

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *