Saturday , April 19 2025
Breaking News

শিক্ষাব্রতী আলহাজ্ব ছালেহ আহমদের মৃত্যুবার্ষিকিতে শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম প্রতিনিধি :শিক্ষাব্রতী আলহাজ্ব ছালেহ আহমদ একজন ব‍্যবসায়ী, শিক্ষা অনুরাগী, সামাজিক এক অনন্য ব‍্যক্তিত্ব ছিলেন। তিনি একজন প্রচার বিমুখ মানুষ ছিলেন। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত জে, কে,এস উচ্চবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য। অত্র উচ্চবিদ্যালয়ে জমি প্রদান, অর্থ সহায়তা, আসবাবপত্র প্রদানসহ সার্বিক সহযোগিতার মাধ্যমে এই উচ্চবিদ্যালয় প্রতিষ্টায় অন‍্যতম ভূমিকা ছিল তার। তিনি অত্র উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সেক্রেটারী ছিলেন। তিনি শরফিয়া বারিয়া মাদ্রাসার ও অন্যতম প্রতিষ্ঠাতা ও দাতা । তিনি অত্র মাদ্রাসা প্রতিষ্ঠায় জমি প্রদান,অর্থ, শ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে অনন্য ভূমিকা পালন করেন ও অত্র মাদ্রাসার সেক্রেটারী ছিলেন। তিনি শরফিয়া বারিয়া জামে মসজিদে জমি দান,অর্থ, শ্রম ও সার্বিক সহযোগী ছিল। এছাড়াও তিনি বহু সামাজিক জন কল‍্যান কাজে ও শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাটার সাথে যুক্ত ছিলেন। ২০১৮সালে এই গুনী মানুষটি ইন্তেকাল করেন। ওনার মৃত্যুবার্ষিকিতে বিনম্র শ্রদ্ধার সাথে স্ররণ করছেন – নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক টি.এ.কে আজাদ, চট্টগ্রাম ব‍্যুরোপ্রধান মোহাম্মদ জালাল উদ্দিন ও নিউজ ফেয়ার, সাপ্তাহিক স্বকালচত্র, সাপ্তাহিক আল ইমাম পত্রিকা পরিবার। আমারা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

SHARE

About bnews24

Check Also

বাগমারা কালাপাড়া ইসাহাক আলী মাষ্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্টিত

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে-রাজশাহীর বাগমারা উপজেলার কালাপাড়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *