Monday , December 23 2024
Breaking News

শেষ হয়েছে হজের ফিরতি ফ্লাইট, দেশে ফিরেছেন ১,১৬,৬৯৫ হাজি

শেষ হয়েছে ২০১৯ সালের ফিরতি হজ ফ্লাইট। বাংলাদেশ বিমান এবং সৌদিয়ার ৩৫১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১লাখ ১৬ হাজার ৬৯৫ জন বাংলাদেশি হাজি। এ বছর পবিত্র হজ পালন করতে এসে মারা গেছেন ১১৭ জন যার মধ্যে ১০০ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। মক্কায় ১০২ জন, মদীনায় ১৩ এবং জেদ্দায় মারা যান ২ জন।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের বিজি৩৬৭৬ ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটি ছিল হজের শেষ ফিরতি ফ্লাইট। হজ মিশন সূত্র জানিয়েছে, শনিবার রাতে জেদ্দা থেকে ছেড়ে গেছে সবশেষ ফিরতি হজ ফ্লাইট। সেই সাথে বন্ধ করে দেয়া হয়েছে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বাংলাদেশ হজ অফিসের কার্যক্রম।

গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয় পবিত্র হজ। এবছর সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ৫৯৮টি এজেন্সির মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন ১ লাখ ২৭ হাজার ১৫২জন বাংলাদেশি। 

SHARE

About bnews24

Check Also

২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে

২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এ‌ক সংবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *