কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ জুলাই) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ১০টায় উখিয়া ৭ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উখিয়া ৭ নং ক্যাম্পের মোহাম্মদ নজির হোসেনের ছেলে মোহামদ সেলিম (৪৫)।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার (২৯ জুলাই) রাত ১০টায় ওই ক্যাম্পে ১০ থেকে ১২ জন আরসা সন্ত্রাসী সেলিমকে লক্ষ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সেলিমকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।