Monday , December 23 2024
Breaking News

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নাদিমের মৃত্যু, আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি ছিলেন।

গতকাল বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন নাদিম। পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

স্থানীয় সাংবাদিক লালন জানান, গতকাল রাতে পেশাগত কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। পথিমধ্যে বকশীগঞ্জ উপজেলার পাথাটির এলাকায় একদল সন্ত্রাসী তাঁর উপর হামলা করে। পরে পিটিয়ে গুরুতর আহত আহত করে অজ্ঞান অব্স্থায় টেনেহিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সন্ত্রাসীরা তাঁর মাথায় ও চোখে আঘাত করে গুরুতর আহত করে।’

নিহত নাদিম স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিকসহ সুধীসমাজের সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে নাদিম কখনও পিছপা হননি। সন্ত্রাসীদের হামলায় নাদিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

SHARE

About bnews24

Check Also

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৩০

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ঢাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *