ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে ছুটিতে থাকায় বিশ্বসেরা এ অলরাউন্ডারকেও ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম।
২০১৯ সালে ৩টি টেস্ট ম্যাচ খেলে ৩৪ গড়ে ২০৪ রান করা মুশফিক ওয়নাডেতে ১৮ ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ৫০ গড়ে ৭৫৪ রান করেছেন।
তবে মুশফিকের চেয়ে ৭ ম্যাচ কম খেলে ২ সেঞ্চুরি আর ৭টি ফিফটির সাহায্যে ৯৩.২৫ গড়ে ৭৪৬ রান করেছেন সাকিব আল হাসান।
এ বছরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। ১৭ ম্যাচ খেলে ৪টি ফিফটির সাহায্যে ২৯.৭৬ গড়ে ৫০৬ রান করেছেন সৌম্য।
১৮ ম্যাচ খেলে ২৪.৫৫ গড়ে ৪৪২ রান করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর ১৭ ম্যাচে ৩২.৪৫ গড়ে ৩৫৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দেশের হয়ে টেস্টে এ বছর সবচেয়ে বেশি ৫ ম্যাচে ৩৩২ রান করেছেন।