রান ৭৫১, উইকেট ২৯টি। ওয়ানডেতে ভারতের বিপক্ষে সাকিব হাসানের পরিসংখ্যান এটি। প্রতিবেশি দেশের বিপক্ষে ব্যাটে-বলে সেরা তিনিই। তাহলে কি টাইগার অলরাউন্ডারকে নিয়ে ভিন্ন কোনো পরিকল্পনা আছে ভারতের? বুধবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল ভারতের বোলিং কোচ পরশ মেমব্রের কাছে। জবাবে তিনি জানালেন, সাকিবকে নিয়ে ভাবছে না ভারত।
পরশ বলেছেন, ‘আমরা জানি সে ভালো খেলোয়াড়; সে বাংলাদেশে হয়ে ভালো করেছে। দক্ষ ব্যাটার এবং পাওয়ারপ্লেতে ভালো বোলিং করে। সে মানসম্পন্ন খেলোয়াড়। তবে এটা আমাদের জন্য কোনো বিষয় না। আমরা একটি দল নিয়ে ভাবি, কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে নয়।’
বৃহস্পতিবার বিশ্বকাপে দেখা হবে বাংলাদেশ-ভারতের। পরশ জানালেন, তাদের ভাবনা কেবল জয় নিয়ে। বলেছেন, ‘প্রতিটি খেলা গুরুত্বপূর্ণ এবং প্রতিটি প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের খেলায় ফোকাস করছি। আমাদের একটি পরিকল্পনা আছে। যদি আমরা তা বাস্তবায়ন করতে পারি তবে আমরা জিতব।’