সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে সাগর আহমেদ (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ওই গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এ কিশোরীকে বাড়িতে রেখে বাবা-মা কিস্তির টাকা পরিশোধ করতে যান। এই সুযোগে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন সাগর। কিশোরীর মা ঘরে ঢুকতেই সাগর পালিয়ে যায়।
পরদিন (৪ আগস্ট) স্কুলছাত্রীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। এছাড়া স্কুলছাত্রীকে মেডিক্যাল টেস্ট করা হয়েছে। দ্রুতই তদন্ত করে অভিযোগ দাখিল করা হবে।