Monday , December 23 2024
Breaking News

হংকংয়ে মসজিদে জলকামানের হানা ক্ষমা চাইলেন লাম

হংকংয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যবহৃত জলকামান দিয়ে নগরীর গুরুত্বপূর্ণ একটি মসজিদের প্রবেশপথ ও সিঁড়ি রঙিন পানিতে সয়লাব করে দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাহী ক্যারি লাম। সোমবার জাপানের উদ্দেশে রওনা হওয়ার আগে লাম মসজিদটি পরিদর্শন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এদিন জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও গিয়েছেন লাম। এর আগের রাতে গণতন্ত্রপন্থিদের প্রতিবাদকে কেন্দ্র করে হংকংয়ে সহিংসতার ঘটনা ঘটে। রোববার ওই সহিংসতা চলাকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের জটলার ওপর রঙিন পানি ছিটিয়ে দেয়। এরই একপর্যায়ে একটি জলকামান হংকংয়ের প্রধান মসজিদ কাউলুন মসজিদের সামনের গেট ও সিঁড়ি রঙিন পানিতে ভাসিয়ে দেয়। সেখানে তখন সাংবাদিকসহ বেশ কিছু লোক জড়ো হয়েছিল।

SHARE

About bnews24

Check Also

সাপ্তাহিক ছুটি হতে যাচ্ছে ৩ দিন জাপানে

জাপানে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে। কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *