Monday , December 23 2024
Breaking News

হঠাৎ প্রকাশ্যে এলো কোহলি-ক্যাটরিনার রসায়ন!

হঠাৎ করেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বিরাট কোহলির রসায়ন প্রকাশ্যে এলো।

সম্প্রতি কোহলির বেশ আগের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ক্যাটরিনার কাছ থেকে দুই মিনিট সময় পাওয়াই তার মাঠের বাইরে সেরা অর্জন। 

আনন্দবাজার জানিয়েছে, ২০০৮ সালের কথা। ভারতীয় দলে সুযোগ পেয়ে ক্রিকেট সফর শুরু করেছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরেও খেলছেন চুটিয়ে। তখন আইপিএলের প্রতিটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসতেন ক্যাটরিনা। তখন থেকেই তার সঙ্গে কোহলির বন্ধুত্বের সূত্রপাত। 

সেই সময় দিল্লির তরুণ ক্রিকেটার বলিউডের এই নায়িকায় বিভোর ছিলেন। একটি সাক্ষাৎকারে সেটা অকপটে স্বীকারও করেছিলেন কোহলি।

সেই সময় একটি সাক্ষাৎকারে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, ‘মাঠের বাইরে আপনার সেরা মুহূর্ত কোনটি?’ 

জবাবে কোহলি বলেছিলেন, ‘কোনটা আবার! ক্যাটরিনা কাইফের সঙ্গে কথা বলার মুহূর্তটা। খেলার পর ক্যাটরিনা আমার সঙ্গে অন্তত দু’ মিনিট কথা বলেছে।’ 

সঞ্চালিকা তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘সত্যি বলছেন?’ তার মুখের ওপর জবাব দিয়ে বিরাট তখন বলেন, ‘মিথ্যা কেন বলব বন্ধু!’

গুঞ্জন রয়েছে, এরপরও দুজনের সম্পর্ক বজায় ছিল। তবে সেটা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৭ সালে আনুশকা শর্মাকে বিয়ে করেন কোহলি। তার কয়েক বছর আগে থেকেই দুজনের প্রেমপর্ব শুরু হয়। বর্তমানে বিরাট-আনুশকার ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে।

SHARE

About bnews24

Check Also

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। একদিকে সিরিজ বাঁচানোর মিশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *