Monday , December 23 2024
Breaking News

হঠাৎ সাইট ডাউন, বিপর্যয়ের মুখে বিশ্ব গণমাধ্যম

বিশ্বজুড়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারসহ, সরকারি এবং গণমাধ্যমের ওয়েবসাইটগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। মঙ্গলবার (৮ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু পর থেকে এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, নিউইয়র্ক টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস ও ব্লুমবার্গ নিউজের ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে। ফলে এসব সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ভিজিটররা প্রবেশ করতে পারছেন না।

অ্যামাজন কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করলেও খবরে বলা হয়, তাদের সাইটেও কিছুক্ষণ ঢোকা যাচ্ছিলো না। এছাড়া পিন্টারেস্ট, রেডিট, ভিমিওর সাইটও বন্ধ রয়েছে।

সিএনএন ও ফ্রান্সের লে মন্ডে’র ওয়েবসাইটে ত্রুটি দেখাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট কিছু সময় বন্ধ ছিল। তবে এখন তাতে প্রবেশ করা যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান তাদের ওয়েবসাইটও ডাউন হওয়ার তথ্য জানিয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের সরকারি বেশ কয়েকটি ওয়েবসাইটও ডাউন হয়ে গেছে বলে খবর প্রকাশ করেছে। খবরে জানানো হয়েছে, ব্রিটিশ সরকারের মূল ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

SHARE

About bnews24

Check Also

ইন্টারনেট বন্ধে অভিযুক্ত বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ

কোটাবিরোধী আন্দোলনে সারা দেশে ইন্টারনেট বন্ধে অভিযুক্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *