অবেশেষে সালমান শাহর মৃত্যু রহস্যের জট খুলেছে পিবিআই,
বলছে হত্যা নয় আত্মহত্যা করেছিলেন সময়ের স্বপ্নের নায়ক সালমান শাহ্। বেশ কিছুদিন ধরে চলছিলো বিষয়টি নিয়ে
পিবিআই এর বিশেষ তদন্ত। অতঃপর সোমবার দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য প্রকাশ
করা হয় পিবিয়াইএর পক্ষ থেকে।
এসময় আরও জানানো হয়, সালমানকে হত্যা করা হয়েছে এমন অভিযোগের কোন ধরনের প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার নিউ ইস্কাটন রোডের নিজ বাসায় শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় এ বিষয়ে অপমৃত্যু মামলা করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।