Friday , April 11 2025
Breaking News

হুথির ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন যুদ্ধজাহাজে

ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি। পেন্টাগনের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দাবি মার্কিন যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকন ও দুইটি ইউএস ডেস্ট্রয়ার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার (১২ নভেম্বর) জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সফলভাবে হুথিদের হামলা প্রতিহত করেছে।

রাইডার বলেন, ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এসব হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি মেডিক্যাল সেন্টারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বুধবার সকালে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ধারাবাহিক আক্রমণ চালানো হয়। হারেক হরেইকের দার আল-হাওরা মেডিকেল সেন্টারে লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে।

হামলা চালানোর আগে ওই এলাকার লোকজনকে অনত্র সরে যাওয়ার নির্দেশ দেয় দখলদার সেনারা। এরপরেই সেখানে দফায় দফায় হামলা চালানো হয়। তবে সেখানে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

SHARE

About bnews24

Check Also

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি মক্কায়

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখেছে ইসলাম ধর্মাবমলম্বীদের পবিত্র শহর মক্কা। গত শুক্রবার ২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *