Tuesday , April 8 2025
Breaking News

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও ইনজুরিতে ছিটকে গেলেন নেইমার

১৭ মাস পর ব্রাজিল দলে ফিরলেও খেলতে পারছেন না নেইমার। ইনজুরির কারণে বরং মাঠে নামার আগেই ছিটকে পড়তে হলো তাকে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল স্কোয়াড থেকে নেইমার ছিটকে পড়ায় তার জায়গায় নেয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ তারকা এনদ্রিককে।

সান্তোসের হয়ে ব্রাগান্তিনোর বিপক্ষে খেলার সময়ই ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব হয় নেইমারের। যে কারণে মাঠ ছেড়ে যান তিনি। ফলে গত সোমবার (১০ মার্চ) পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সান্তোসের একাদশে ছিলেন না নেইমার। করিন্থিয়াসের বিপক্ষে ২-১ গোলে ম্যাচটা হেরেও গেছে তারা।

ওই ম্যাচ শেষেই তার ইনজুরির খবর পাওয়া গিয়েছিল। তবে সেটা তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছিল। যার কারণে আশা করা হচ্ছিল কলম্বিয়ার বিপক্ষে ২১ মার্চ আর আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চের ম্যাচে খেলবেন তিনি।

কিন্তু শনিবার (১৫ মার্চ) ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করলেন খেলা হচ্ছে না নেইমারের। শুধু নেইমার-ই নন, ব্রাজিল মেডিকেল টিমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি দানিলো ও এডারসনও। ইতোমধ্যে তাদের বদলির নামও ঘোষণা করেছেন দরিভাল।

তিনি বলেন, ‘দল ঘোষণার পর থেকে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ সকল খেলোয়াড়ের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিনিয়ত আমাদের অবগত করেছে।  বিশেষ করে (ইনজুরিতে থাকা) দানিলো, নেইমার ও এডারসনের বিষয়ে। সবকিছু যাচাই-বাছাই শেষে আমরা তাদের পরিবর্তে সান্দ্রো, এন্ড্রিক ও লুকাস পেরিকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

SHARE

About bnews24

Check Also

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার তিন দিন আগে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বিসিবি

অবশেষে অপেক্ষার পালা ফুরাল। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার তিন দিন আগে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *