Friday , April 18 2025
Breaking News

৩০টির বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে “ভাঙন”

১১ নভেম্বর মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ভাঙন”।

সিনেমাটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। এরইমধ্যে ৩০টির অধিক সিনেমা হলে “ভাঙন” মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, “সিনেমাটির গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।”

প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে “মোহন গায়েনের বাঁশি” নামক একটি ছোটগল্প অবলম্বনে।

গল্পে একটি পুরনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালী, ভিখারি, পকেটমার, যৌনকর্মী, দালাল, মাদকসেবীসহ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা বলা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াৎ হোসেনসহ প্রমুখ।

SHARE

About bnews24

Check Also

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *