Friday , April 11 2025
Breaking News

৯৫ শতাংশ মোবাইলফোন দেশে উৎপাদন হচ্ছে : মোস্তাফা জব্বার

শের মোট চাহিদার ৯৫ শতাংশ মোবাইলফোনই বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ট্রান্সশান হোল্ডিংসের মোবাইলফোন উৎপাদন কারখানা আই স্মার্ট ইউ কারখানা উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, “ডিজিটাল ডিভাইস উৎপাদনের হাব হবে বাংলাদেশ। ডিভাইস রপ্তানিকারক হিসেবে দেশকে রূপান্তরে আমরা কাজ করছি। দেশে উৎপাদিত মোবাইলফোন দিয়েই ৯৫ শতাংশ দেশীয় চাহিদা মেটানো হচ্ছে। এতে করে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ হয়েছে।”

মন্ত্রী বলেন, “মোবাইলফোন উৎপাদন শিল্পে দেশের বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। উৎপাদন প্রক্রিয়ায় ছোট খাটো কিছু সংকট বিদ্যমান। এ সত্ত্বেও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মোবাইলফোন রপ্তানির একটি বড় বাজার হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব।”

বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইলফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, ‘সরকারের প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে বিশ্বমানের ১৫টি মোবাইলফোন কোম্পানি কারখানা স্থাপন করেছে। আরও বেশ কয়েকটি কারখানা স্থাপন পাইপলাইনে আছে।’

দেশের শতকরা ৯৮ শতাংশ এলাকায় ৪জি নেটওয়ার্ক পৌঁছে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে গেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগের উদ্যোগ আমরা নিয়েছি। ২০০৮ সালে দেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো, যা বর্তমানে চার হাজার ১০০ জিবিপিএসে উন্নীত হয়েছে।’

SHARE

About bnews24

Check Also

ভিডিও কলিংয়ে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরো আকর্ষণীয় করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *